You have reached your daily news limit

Please log in to continue


অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির অভিযোগে আট প্রতিষ্ঠানকে জরিমানা

নকল কসমেটিক্স, অস্বাস্থ্যকর খাদ্য তৈরি, মজুদ ও বিক্রি করার অভিযোগে আটটি প্রতিষ্ঠান সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর লালবাগ, কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায় এসব অভিযান চালানো হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জি বাংলা বেকারিক এক লাখ টাকা, বিসমিল্লাহ চানাচুরকে এক লাখ টাকা, এ্যাঞ্জেল ফুডকে এক লাখ টাকা, মাস্টার নুডুলসকে এক লাখ টাকা, মদিনা নুডুলসকে এক লাখ টাকা, সালামা কসমেটিক্সকে ৫০ হাজার টাকা, মায়ের দোয়া বেকারিকে এক লাখ ও নাম বিহীন একটি কসমেটিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা করে আটটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল রাজধানীর লালবাগ, কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন