ক্রেতাশূন্য বিপণিবিতানে পুষ্পা-কাঁচা বাদামের পসরা
মলিন মুখে বসে আছেন মেহেরপুরের প্রসিদ্ধ কাপড় বিপণন প্রতিষ্ঠান জামান গার্মেন্টসের মনিরুজ্জামান দিপু ও গাংনীর কাজল বস্ত্রালয়ের স্বত্বাধিকারী হাফিজুর রহমান কাজল। সেই সাথে ৮-১০ জন কর্মচারীও পার করছেন অলস সময়। গত দুই বছর করোনাকালীন অন্তত ৪টি ঈদ গত হয়েছে। সে সময় ব্যবসা হয়নি। এবার কোনো বিধি-নিষেধ না থাকলেও ক্রেতা সাধারণের দেখা নেই।
শুধু জামান আর কাজল বস্ত্রালয়ই নয়, এমন দশা মেহেরপুরের বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ীদের। বিপণিবিতানে পুষ্পা-কাঁচাবাদামের মতো বাহারি নাম আর ডিজাইনের পোশাকের পসরা বসলেও নেই কাঙ্খিত ক্রেতা।