পরীক্ষার হলে ফেসবুক লাইভ করা সেই ছাত্রলীগ নেতা মহিষ চুরি মামলার আসামি
ঝিনাইদহে পরীক্ষা চলাকালে ফেসবুক লাইভ করা ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমন মহিষ চুরির একটি মামলায় আদালতের চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।
চলতি মাসের ২৭ তারিখে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত আছে। মামলায় মনির হোসেন সুমন বর্তমানে জামিনে আছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও বর্তমানে শৈলকূপা উপজেলার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তৌফিক আনাম।
আজ বুধবার তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা যখন আদালতে অভিযোগপত্র জমা দিয়েছি, তখন ঘটনার সত্যতা তো অবশ্যই ছিল। আমি ৫ জনের নামে আদালতে অভিযোগপত্র দিয়েছিলাম। বর্তমানে মামলাটি বিচারাধীন। আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে