ট্রেনের টিকেট কিনতে দেখাতে হবে সবার পরিচয়পত্র
ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখানোর নিয়ম ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ, এবার প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন হবে।
অর্থাৎ, কেউ যদি তার পরিবারের চার সদস্যের জন্য টিকেট কিনতে যান, তাকে চারজনের পরিচয়পত্রই দেখাতে হবে, আগের মত একজনের পরিচয়পত্র দেখিয়ে চারটি টিকেট মিলবে না।
ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি নিয়ে বুধবার রেল ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এ নিয়মের কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, “টিকেট কিনতে হলে জাতীয় পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে। একজন চারটি টিকেট কিনতে পারবে, সেক্ষেত্রে অন্য তিনজনের জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ অথবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো আইডিকার্ড দেখাতে হবে।"
একজনের পরিচয়পত্র দিয়ে কেনা টিকেটে অন্য কেউ ভ্রমণ করতে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, "এবার আমরা ‘টিকেট যার ভ্রমণ তার' স্লোগান নিয়ে টিকেট বিক্রি শুরু করেছি। এই স্লোগান বাস্তবায়নে টিকেট ক্রয়ের ক্ষেত্রে সম্মানিত যাত্রীদের এনআইডি বা জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকেট ক্রয় করতে হবে।