ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল থেকে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২৩ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, আগামী ২ মে পবিত্র ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। এ জন্য ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে। তবে ঈদে কতগুলো নতুন বগি যোগ হবে, কত বেশি যাত্রী পরিবহন করতে পারবে, বিশেষ কোনও ট্রেন চালু হবে কিনা, এসব বিষয়ে আরও কাজ চলছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১ বছর আগে