এবার জটিলতা ‘নাকফুল’ নিয়ে
ঢাকাই ছবির নাম নিয়ে জটিলতা যেন কাটছেই না। এর আগে ‘মায়া’ নামে ছবি নির্মাণ করেছিলেন মাসুদ পথিক। একই নামে ছবি নির্মাণের ঘোষণা দেন শাকিব খান ও জসিম উদ্দিন জাকির। শেষ পর্যন্ত শাকিব সরে দাঁড়িয়েছেন, তবে আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, রোশান ও বুবলীকে নিয়ে জাকির নির্মাণ করছেন ‘মায়া—দ্য লাভ’। ২০২০ সালে সৌরভ কুণ্ডু নির্মাণ শুরু করেছিলেন ‘গিরগিটি’। এ বি এম সুমন ও পূর্ণিমা বৃষ্টিকে নিয়ে ৬০ শতাংশ শুটিংও শেষ করেন। কিন্তু একই নামে গত বছর চন্দন চৌধুরী আবার ছবি নির্মাণ করেন তানভীর তনু ও আঁচলকে নিয়ে। শেষ পর্যন্ত অবশ্য চন্দন নাম পরিবর্তন করে ‘২৪.৩ এর রাত’ নামে সেন্সর ছাড়পত্র নিয়েছেন।
এবার জটিলতা বেঁধেছে ‘নাকফুল’ নাম নিয়ে। সাত বছর আগে দেওয়ান নাজমুল ‘নাকফুল’ নামে ছবি নির্মাণ করেছিলেন। অভিনয় করেছিলেন ফাহিম, রজনী, মিজু আহমেদ, সাদেক বাচ্চুসহ অনেকে। সম্প্রতি সেন্সরেও জমা দিয়েছেন ছবিটি। কিন্তু এর মধ্যে ১৬ এপ্রিল থেকে একই নামে ছবি নির্মাণ করছেন আলোক হাসান। পূজা চেরী, আদর আজাদসহ প্রায় ১০০ জনের ইউনিট নিয়ে সিলেটে চলছে শুটিং। আলোক জানান, তিনি আগে জানতেন না এই নামে কোনো ছবি নির্মিত হয়েছে। তাঁর ছবির গল্প নাকফুল নিয়ে, তাই কোনোভাবেই এই নাম পরিবর্তন করা সম্ভব হবে না। আলোক বলেন, ‘আমি পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেছিলাম। তখনো কেউ বলেননি এই নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। শুটিং শুরু করার পর পরিচালক দেওয়ান নাজমুল আমাকে জানালেন বিষয়টা। এখন কী করব বুঝে উঠতে পারছি না। ছবির পুরো গল্প একটা নাকফুল নিয়ে।
- ট্যাগ:
- বিনোদন
- জটিলতা
- সেন্সরবোর্ড
- সিনেমা নির্মাণ