দ. আফ্রিকায় ওমিক্রনের আরও দুটি নতুন সাবভ্যারিয়েন্ট পাওয়ার দাবি
দক্ষিণ আফ্রিকায় করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের আরও দুটি সাবভ্যারিয়েন্ট পাওয়ার দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের বিএ.২ সাবভ্যারিয়েন্টটি বর্তমানে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করছে। বর্তমানে করোনা রোগীদের ৯৪ শতাংশই বিএ.২ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত।
কিন্তু এখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওমিক্রনের দুটি নতুন সাবভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দক্ষিণ আফ্রিকায় পাওয়া এই সাবভ্যারিয়েন্ট দুটি হলো বিএ.৪ ও বিএ.৫।