You have reached your daily news limit

Please log in to continue


ঈদের প্রধান জামাত ফিরছে পুরোনো রূপে

রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। 

মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় সিদ্ধান্ত হয়, আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।  

যথাযোগ্য মর্যাদা, ভাব-গাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন