![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2022/04/12/image-257823.jpg)
গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে আলমগীর মণ্ডল (৩৫) নামে এক যুবককে আমৃত্য কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া তিন আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। রাষ্টপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৫ সালে গাইবান্ধা সাঘাটা উপজেলার উত্তর দিঘলকান্দি গ্রামের মো. শুকুর আলীর মেয়ে সুমি আক্তারের সাথে একই গ্রামের জোব্বার মন্ডলের ছেলে মো. আলমগীর মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনোমালন্য সৃষ্টি হয় এবং সুমিকে নিয়মিত মারপিট করতো স্বামী আলমগীর ।