You have reached your daily news limit

Please log in to continue


বর্ষবরণের অনুষ্ঠান বেলা দুইটা পর্যন্ত: ডিএমপি কমিশনার

বিগত বছরগুলোয় বর্ষবরণ অনুষ্ঠান বিকেল পাঁচটা পর্যন্ত করা হলেও এবার বেলা দুইটার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার রমনার বটমূলে আয়োজিত সংবাদ বিফ্রিংয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর বর্ষবরণের অনুষ্ঠান হয়নি। এবার সীমিত পরিসরে বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

তবে রমজান উপলক্ষে এবার সময় কমিয়ে দেওয়া হয়েছে। এ বছর পয়লা বৈশাখ উপলক্ষে বর্ষবরণের আয়োজন বেলা দুইটার মধ্যে শেষ করতে হবে।

রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এর আশপাশের এলাকাগুলোতে বর্ষবরণের আয়োজন কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে আরও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—

১. বর্ষবরণের অনুষ্ঠান বা শোভাযাত্রায় অংশগ্রহণের আগে সবার নিরাপত্তা তল্লাশি করা হবে।

২. মাঝখান থেকে হঠাৎ কেউ শোভাযাত্রায় ঢুকলে কঠোর আচরণের মুখে পড়তে হবে।

৪. মুখোশ পরা ও ভুভুজেলা বা উচ্চ শব্দ তৈরি করে এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না।

৩. শিশুদের মেলা প্রাঙ্গণে আনার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে। কেননা, খাবারের কোনো দোকান থাকবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন