![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/04/11/jaker-110422-01.jpg1/ALTERNATES/w640/jaker-110422-01.jpg)
জাকেরের সেঞ্চুরি, আবাহনীর রোমাঞ্চকর জয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ২০:২১
অনেকবার রঙ পাল্টানো ম্যাচের শেষটায় সমীকরণ এসে দাঁড়িয়েছিল ১ বলে ৪। আগের তিন বলে তিনটি চার মারা হুসনা হাবিবের প্রয়োজন ছিল আরেকটি বাউন্ডারি।
কিন্তু পারেননি তিনি। লং অনে পাঠানো বলে ২ রানের বেশি নেওয়াই সম্ভব ছিল না। তাই আশা জাগিয়েও আবাহনীর বিপক্ষে পেরে ওঠেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স।