প্লাস্টিক খাতের উন্নয়নে বিশেষ টাস্কফোর্স গঠনের পরামর্শ
সমকাল
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১২:৫৪
দেশের প্লাস্টিক খাতের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা যেতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত 'স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ-পরবর্তী সময়ে টেকসই রপ্তানি বৃদ্ধি: প্লাস্টিক খাতের কৌশল নির্ধারণ' শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। উদ্যোক্তাদের দক্ষতাও বাড়ছে। সরকার দেশের বেসরকারি খাতের অগ্রগতির জন্য সহায়তা দিয়ে যাচ্ছে। এই সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, 'বেসরকারি খাতের সহায়তায় আমরা সব সমালোচনা মোকাবিলা করতে পেরেছি। অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে পেরেছি।'