![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252F9073aa11-4687-4848-b11f-0a2e62752edc%252FNaeem_Islam_Of_L_R_Ganj_batting_during_their_dpdcl_match_against_Khelaghor_at_SBNCS_ground__1.jpg%3Frect%3D0%252C0%252C1906%252C1072%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
বিকেএসপিতে শেষের রোমাঞ্চ
প্রথম আলো
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ২১:৫০
ঢাকা প্রিমিয়ার লিগে আজ বিকেএসপির দুটি ম্যাচই দেখেছে রোমাঞ্চকর সমাপ্তি। তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে শেষ ওভারের টান টান উত্তেজনার ম্যাচটি ৩ উইকেটে জিতে টানা তৃতীয় জয় পেয়েছে সিটি ক্লাব।
পাশের মাঠে অভিজ্ঞতাঋদ্ধ লিজেন্ডস অব রূপগঞ্জকে প্রায় হারিয়েই দিয়েছিল শাইনপুকুর। বাঁহাতি পেসার মেহেদী হাসান রানার বোলিংয়ে শেষ পর্যন্ত জিতেছে রূপগঞ্জই।