যুদ্ধের কারণে আসছে না নিউজপ্রিন্ট, সংকটে ভারতের সংবাদপত্র শিল্প

বাংলা ট্রিবিউন ভারত প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ১৭:৩১

প্রথমে করোনা মহামারি, এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সংকটে ভারতের সংবাদপত্র শিল্প। এভাবে চলতে থাকলে সংবাদপত্র প্রকাশনা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে মনে করছে সংশ্লিষ্ট মহল।


পরিসংখ্যানে দেখা গেছে, ভারতে ১৫২টি ভাষায় এক লাখের বেশি সংবাদপত্র প্রকাশিত হয়। ভারত সংবাদপত্র ও বই প্রকাশের জন্য মোট নিউজ প্রিন্ট আমদানির ৪৫ শতাংশেরও বেশি রাশিয়ার ওপর নির্ভরশীল। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিউজপ্রিন্ট সরবরাহ বিঘ্নিত হওয়ায়, কাগজ সংকটে পড়েছে বেশিরভাগ সংবাদপত্র। নানা কারণে রুশ সমুদ্রবন্দরে জাহাজ ভেড়াতে রাজি হচ্ছে না অধিকাংশ বিদেশি কার্গো জাহাজ।


পাশাপশি সুইফট জটিলতায় নিউজপ্রিন্টের মূল্য পরিশোধ আটকে যাওয়ায় ভারতীয় কার্গো জাহাজগুলোতে রাশিয়ান নিউজপ্রিন্ট লোডিংও আটকে গেছে। দেশীয় নিউজপ্রিন্ট উৎপাদনকারী সংস্থাগুলোর এই সংকট সামাল দেওয়ার সক্ষমতা নেই বলেই জানা গেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও