শেষ দুই বলে দুই ছক্কা, অনন্য রেকর্ড তেওয়াতিয়ার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ১০:৩৬

শেষ ওভারে প্রয়োজন ১৯ রান, প্রথম চার বলে এলো মাত্র ৭ রান। ফলে দুই বলে বাকি আরও ১২ রান। স্ট্রাইকে কি না মাত্র এক বল খেলা নতুন ব্যাটার। ফলে জয়ের পাল্লা ভারী ছিলো ভারী ছিল ফিল্ডিংয়ে থাকা পাঞ্জাব কিংসের দিকেই।


কিন্তু ভিন্ন ভাবনাই ছিলো গুজরাট টাইটান্সের ব্যাটার রাহুল তেওয়াতিয়ার। শেষ ওভারের পঞ্চম ও শেষ বলে যথাক্রমে ডিপ মিড উইকেট ও কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকিয়ে গুজরাটকে শ্বাসরুদ্ধকর এক জয় এনে দেন তেওয়াতিয়া। যার সুবাদে টানা তিন জয়ে হ্যাটট্রিক করে ফেললো গুজরাট।


আর শেষ দুই বলে দুই ছক্কা হাঁকানোর মাধ্যমে অনন্য এক রেকর্ডও গড়ে ফেলেছেন তেওয়াতিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে শেষ দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর কৃতিত্ব দেখালেন ২৮ বছর বয়সী এ বাঁহাতি অলরাউন্ডার।


সর্বপ্রথম ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ডলফিন্সের বিপক্ষে শেষ দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান মিচেল মার্শ। এরপর ২০১৬ সালের আইপিএলে কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে একই কীর্তি গড়েন মহেন্দ্র সিং ধোনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও