![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsusanta-20220408161848.jpg)
সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে যা জানালো সিবিআই
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় ২ বছর পার হওয়ার পথে। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। ৩৪ বছর বয়সী অভিনেতার মৃত্যুকে শুরুতেই ‘আত্মহত্যা’ বলে ঘোষণা করে পুলিশ। তবে এ নিয়ে বিতর্ক কম হয়নি। সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা- তা নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে রহস্যের কূলকিনারা না হওয়াই অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা যায় সিবিআইয়ের কাছে।
২০২০ সালের অগস্ট মাসে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্তের দায়িত্ব নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। এরপর মুম্বাইতে টানা এক সপ্তাহ ম্যারাথন জিজ্ঞাসাবাদও চালায় সিবিআইয়ের বিশেষ দল। কিন্তু তারপর থেকে সবকিছুই যেন ঢিলেতাল! সুশান্তের মৃত্যুর কিনারা তো দূর অস্ত, এই মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়েও ধোঁয়াশা কাটছে না। তবে এসব বিষয়ে কোনো তথ্য দিতেও নারাজ সিবিআই। এমনকি এ মামলা নিয়ে দায়ের আরটিআই আবেদন প্রত্যাখ্যান করেছে তারা।