পারভেজ রসুলের ঘূর্ণিতে ১৭৭ রানেই শেষ আবাহনী, শামীমের ফিফটি
ভারতীয় রিক্রুট পারভেজ রসুলের অফস্পিনে কুপোকাত হলো আবাহনী। সাভার বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৪৫.৪ ওভারে ১৭৭ রানেই গুটিয়ে গেছে ঐতিহ্যবাহী দলটি। অথচ টস হেরে মুনিম শাহরিয়ারের ব্যাটে ভালো শুরু করেছিল আবাহনী।
নাইম শেখকে নিয়ে ৩০ বলে ৩০ রানের জুটি গড়েন এই ওপেনার। নাইম অবশ্য সুবিধা করতে পারেননি। ১৪ বল খেলে করেন ৭ রান। তাকে দিয়ে পারভেজ রসুলের শুরু। এরপর স্বদেশি হনুমা বিহারিকে ১ রানের সাজঘরের পথ দেখান ভারতীয় অফস্পিনার। আবাহনীর বিপর্যয় শুরু হয় মুনিম শাহরিয়ার ২৮ বলে ২৫ করে রসুলের বলে স্ট্যাম্পিং হলে। মোসাদ্দেক সৈকত কিছুটা সময় হাল ধরেছিলেন।
তবে ৩০ বলে ২২ করে ফিরতে হয় তাকেও। এরপর আফিফ হোসেন ৫ বলে ২ করলে ৮১ রানের মধ্যে ইনিংসের অর্ধেকটা হারিয়ে বসে আবাহনী। সেই জায়গা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন জাকের আলি আর শামীম পাটোয়ারী। একটা সময় ১৩৬ রানে ৫ উইকেট ছিল আবাহনীর।