কর্মকর্তা-কর্মচারীদের ৩৭ লাখ টাকা উৎসাহ ভাতা দিচ্ছে বিটিআরসি

বাংলা ট্রিবিউন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২২, ০৮:২০

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকিপূর্ণ কাজের সফলতা এবং অন্যান্য প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আর্থিক সুবিধা হিসেবে উৎসাহ ভাতা বা প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই টাকার পরিমাণ ৩৭ লাখ টাকার কিছু বেশি।


২০১০-১১ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত বিটিআরসি প্রশাসনিক জরিমানা বাবদ আদায়কৃত জরিমানার পরিমাণ ৩৩ কোটি ৩৫ লাখ ৯ হাজার ১১৬ টাকা। এই অর্থের ওপর বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য হয়েছে ৩৭ লাখ ২৮ হাজার ৫৬৬ টাকা। ওই সময়ের মধ্যে বিটিআরসি কর্মীদের প্রণোদনা দেওয়া হয়নি। বিষয়টি নিয়মিতকরণসহ বিগত সময়ের প্রাপ্য উৎসাহ ভাতা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ বা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বিটিআরসির কমিশন বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও