রাশিয়া নিয়ে রেজুলেশনে ভোট দানে বিরত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন জাতিসংঘ সদর দফতর প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ২২:৪২

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত বিষয়ক এক রেজুলেশন ৯৩ ভোটে গৃহীত হয়েছে। রেজুলেশনের বিপক্ষে ২৪টি এবং বাংলাদেশসহ ৫৮টি দেশ ভোট দানে বিরত ছিল।


বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতিসংঘ সাধারণ অধিবেশনে রেজুলেশনের পক্ষে বেশি ভোট পড়ার কারণে এটি গৃহীত হলেও রাশিয়ার সদস্যপদ স্থগিত হবে না। কারণ নিয়ম অনুযায়ী উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন ছিল না।


এর আগে ২ মার্চ ইউক্রেনে আগ্রাসন সংক্রান্ত রেজুলেশনে ১৪১টি পক্ষে, পাঁচটি বিপক্ষে এবং ৩৫টি দেশ ভোট দানে বিরত ছিল। অন্যদিকে ২৪ মার্চ ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আনা একটি রেজুলেশনে ১৪০টি দেশ পক্ষে, পাঁচটি বিপক্ষে এবং ৩৮টি দেশ ভোট দানে বিরত ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও