কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ৫টি কূপ চালু, আরেকটি বন্ধ

বিডি নিউজ ২৪ হবিগঞ্জ সদর প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ২২:২৯

হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়া ছয়টি কূপের মধ্যে পাঁচটি থেকে পুনরায় গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আরেকটি উৎপাদন সমস্যা কাটিয়ে উত্তোলনের পথে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


শেভরনের জনসংযোগ ব্যাপস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) শেখ জাহিদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে পঞ্চম কূপটি চালু করা হয়। এর আগে আরও চারটি কূপ চালু হয়েছে।


বন্ধ হওয়া পাঁচটি কূপ চালু হওয়ায় গ্যাস সরবরাহ ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরেছে বলেও জানান তিনি।


নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানার ২৬টি কূপ থেকে গ্যাস উত্তোলন করে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। রোববার সকালে কোনো একটি কূপ থেকে গ্যাসের সঙ্গে বালি উঠতে শুরু করলে ছয়টি কূপে গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়। এতে সারাদেশে গ্যাস সঙ্কট দেখা দেয়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও