![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/mapp-2204070848.jpg)
টোলের খরচ জানা যাবে গুগল ম্যাপে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ১৪:৪৮
গুগল ম্যাপ থেকেই জানা যাবে টোল প্লাজার খরচ সম্পর্কে। এমনই একটি দুর্দান্ত ফিচার আনছে গুগল। নতুন এই ফিচার যুক্ত হলে ম্যাপে গন্তব্যের শুরু এবং শেষ জায়গার নাম লিখে সার্চ দিলে যাতায়াতের সব খরচ হিসাবে করে বলে দেবে টেক জায়ান্টটি।