![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252Fcad04420-1844-4476-a086-b129bee6739f%252Fdeath.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.1)
স্ত্রীর সঙ্গে কলহ, আড়াই বছরের শ্যালককে অপহরণের পর হত্যা
স্ত্রী তুলি আক্তারের সঙ্গে বনিবনা হচ্ছিল না মীর আবু বকর ফরিদের। এর জেরে ফরিদ তাঁর আড়াই বছর বয়সী শ্যালক রিহানকে অপহরণ ও নির্যাতন করেন। এক পর্যায়ে নির্যাতনের শিকার রিহানকে হাসপাতালে ভর্তিও করেন ফরিদ।
তবে গত মঙ্গলবার হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় অভিযুক্ত ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।