কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে যানজটে নাকাল নগরবাসী, দুর্ভোগ

প্রথম আলো সিলেট জেলা প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১৭:১৬

সিলেটে টানা কয়েক দিন ধরে যানজটে নাকাল নগরবাসী। সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়া, উন্নয়নের জন্য রাস্তাঘাটের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি ও পাড়া-মহল্লার অপ্রশস্ত রাস্তায় যানজটের মূল কারণ হিসেবে মনে করছেন নগরের মানুষজন। আজ বুধবার নগরের একাধিক এলাকায় যান চলাচল স্থবির হয়ে থাকতে দেখা গেছে। রোজার মধ্যে তীব্র দাবদাহে যানজটে পড়ে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন নগরের বাসিন্দারা।


ভুক্তভোগীরা বলছেন, রমজান মাস হওয়ায় বিকেলের আগেই মানুষ প্রয়োজনীয় সব কাজ শেষ করতে তৎপর। এ ছাড়া অন্যান্য সময়ের তুলনায় নগরে যানবাহনের চাপ বেড়েছে। বন্দরবাজার, সুরমা মার্কেট, লালদিঘির পাড়সহ কিছু এলাকার ফুটপাতও বেদখলে আছে। এতে দীর্ঘক্ষণ ধরে যানজট হচ্ছে। নগরের গুরুত্বপূর্ণ সড়কের যানজটের প্রভাব পাড়া-মহল্লাতে গিয়েও ঠেকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও