এ শুধু টিপ নয়

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১৬:২০

সম্প্রীতি হলো এমন ভ্রাতৃত্ববোধ, যা একাত্মতা সঞ্চার করে সমগ্র জাতির মধ্যে। মুসলমান, হিন্দু ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায় বাংলাদেশে এক মিশ্র সমাজের বিবর্তন মসৃণ করবে। বায়ান্ন বছর আগের মুক্তির লড়াইয়ের সময়কার এই ধারণাটি এখন এক অলীক কল্পনামাত্র, কারণ বারবার আমাদের কোনও না কোনও ঘটনা মনে করিয়ে দিচ্ছে পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের জন্য যে অন্ধকার সমাজ সৃষ্টি করেছিল তা থেকে মুক্ত হইনি আমরা।


আসলে এক বিশাল ভয় বা আতঙ্ক ধীরে ধীরে গ্রাস করছে সবার মনে। এই দেশে সম্প্রীতির যে পরিবেশ এবং তা বজায় রাখার যে স্পৃহা মানুষের মধ্যে ছিল, তা কেমন যেন এখন ঠুনকো হয়ে ভেঙে পড়ছে। নিয়মিত সেই ভেঙে পড়াটা দেখছে মানুষ। অশিক্ষিত তো বটেই, শিক্ষিত সমাজের এক অংশ যখন যুক্তিকে হারিয়ে, বিক্রিত বিকৃত আবেগের দ্বারা পরিচালিত হয়, তখন বলতেই হয়, সাম্প্রদায়িক মানসিকতা আমাদের সমাজের অনেক গভীরে প্রবেশ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও