কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মার্চে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েও চুপ ছিল যুক্তরাষ্ট্র

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। বিশ্বজুড়ে উত্তেজনা দেখা দেয়। সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয় ইউরোপে। এমন পরিস্থিতির মধ্যেই  মার্চের মাঝামাঝি সমর প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে রাশিয়ার সঙ্গে উত্তেজনা এড়াতে বিষয়টি গোপন রাখে।

এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর জানানো হলো। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফরের আগ মুহূর্তে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বি-৫২ বোমারু বিমানে করে দ্য হাইপারসনিক এয়ার ব্রিথিং উইপন কনসেপ্ট (এইচএডব্লিউসি) নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। যুক্তরাষ্ট্রের ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন