নিজের আগামী ছবি ‘অপরাজিত’ ছবির জন্য পুরনো লোগোটিই ফিরিয়ে আনলেন পরিচালক অনীক দত্ত। সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি তাঁর ছবির নতুন লোগোটি ‘শেয়ার’ করেছেন। প্রসঙ্গত, এর আগের লোগোটিতে ‘ডিজাইনার’ রাজকমল আইচের কিছু অবদান ছিল। অনেকে সেই লোগোটিতে প্রয়াত পরিচালক সত্যজিৎ রায়ের শৈল্পিক ভাবনা লক্ষ্য করেছিলেন। বিষয়টিতে সাযুজ্যও ছিল, যেহেতু অনীকের ‘অপরাজিত’ ছবিটি সত্যজিতের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি নিয়ে তৈরি। সেই লোগোতে ছিল ধোঁয়া-ওড়া ট্রেন। ছিল অপু-দুর্গার আদলও। সমালোচক এবং অনুরাগী মহলে প্রশংসিতও হয়েছিল লোগোটি।
You have reached your daily news limit
Please log in to continue
Anik Datta: ‘অপরাজিত’ ছবির জন্য পুরনো লোগোই ফিরিয়ে আনলেন পরিচালক অনীক দত্ত
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন