![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022March/karina-cover-20211214140312-20220405130038.jpg)
কারিনার গাড়িচাপায় ফটোসাংবাদিক আহত
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের গাড়িচাপায় আহত হয়েছেন এক ফটোসাংবাদিক। জানা যায়, সম্প্রতি দুর্ঘটনায় আহত বান্ধবী মালাইকা আরোরাকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন কারিনা। সেখানে থেকে বাসায় ফেরার সময় তার গাড়িচাপায় ওই ফটোসাংবাদিক আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কারিনার ছবি তুলতে গেলে হুড়োহুড়িতে দুর্ঘটনার কবলে পড়েন ওই ফটোসাংবাদিক।