রংপুরে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
হঠাৎ ঘোষণা ছাড়াই বেতন বৃদ্ধি, পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ এবং বিভিন্ন মামলায় আটক থাকা শ্রমিকদের মুক্তিসহ ৫ দাবিতে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিকরা। আজ সকাল থেকে রংপুর মহানগররী কামারপাড়া বাস স্ট্যান্ডের ঢাকাগামী বাসের চালক, সুপারভাইজার ও চালকের সহকারীরা গাড়ি না চালানোর কারণে দুভোর্গে পড়েন যাত্রীরা।
ঘোষণা ছাড়াই গাড়ি বন্ধ করায় অফিসসহ বিভিন্ন কাজে ঢাকা যাওয়া সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই ঢাকায় চাকরিতে যোগদানসহ বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা বেকায়দায় পড়েন।