![](https://media.priyo.com/img/500x/https://images.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2022/04/03/asad_kaisar.jpg?itok=D_mbLRPN×tamp=1648985145)
পাকিস্তানে এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
পাকিস্তানে বিরোধী দলের সদস্যদের একটি প্রতিনিধি দল জাতীয় পরিষদ সচিবালয়ে স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
জিও নিউজ জানিয়েছে, গতকাল শনিবার জমা দেওয়া ওই অনাস্থা প্রস্তাবে বিরোধী দলেন ১০০ জনেরও বেশি সদস্য স্বাক্ষর করেছেন। এর মধ্যে আছেন- আয়াজ সাদিক, খুরশীদ শাহ, পিপিপির নাভিদ কামার এবং জেইউআই-এফ-এর শাহিদা আখতার আলি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- স্পিকার
- পাকিস্থান
- অনাস্থা ভোট