You have reached your daily news limit

Please log in to continue


IPL 2022: খেলা দেখতে এসে চুম্বন দুই দর্শকের, ক্যামেরায় ধরা পড়ল ছবি

পুণের মাঠে খেলায় ব্যস্ত গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস। আইপিএলের দশম ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী সংস্থার ক্যামেরার নজর ঘুরে গেল দর্শকের দিকে। দর্শক আসনে চুম্বনরত দুই তরুণ তরুণী।

সেই ছবিই দেখাচ্ছে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা। আইপিএলের সেই ক্যামেরা কর্মী এখন আলোচনার কেন্দ্রে। যুগলের চুম্বনের দৃশ্য নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়ে যায় সেই চিত্রগ্রাহককে নিয়ে। কেউ লেখেন, ‘চুমু খাওয়ার ছবি তোলার জন্য ক্যামেরা রেখেছে আইপিএল।

’ কেউ লিখেছেন, ‘চিত্রগ্রাহককে বলছি, ‘এটা তো বেশ ভাল।’মহম্মদ শামিদের গুজরাতের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস হেরে যায় ১৪ রানে। শুভমন গিল ৪৬ বলে ৮৪ রান করেন। প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে গুজরাত। ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় ১৫৭ রানে। ঋষভ পন্থ করেন ২৯ বলে ৪৩ রান। শামি দু’টি উইকেট নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন