হিলির বিশ্ব রেকর্ডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ১৬:২৫

বিশ্বকাপ অভিযানের শুরুটা ভালো হলেও জুতসই ছিল না। বড় ইনিংস খেললেও শতক পূর্ণ হচ্ছিল না অ্যাসিলা হিলির। মাঝে কয়েকটা ইনিংস খারাপও গেছে। তবে আসল সময়ে এসে পরিপূর্ণ জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার। নারী বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত সেঞ্চুরির পর ফাইনালে লিখলেন রূপকথা। হিলির দানবীয় সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ঘরে উঠেছে নারী বিশ্বকাপের সপ্তম শিরোপা।


আজ (রবিবার) ক্রাইস্টচার্চের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। হিলির ইনিংসের পরই আসলে ট্রফিতে দুই হাত দিয়ে রেখেছিল তারা। ন্যাট স্কিভার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেও বাঁচাতে পারেননি ইংলিশদের। হিলির ১৭০ রানের অসাধারণ ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। এরপর স্কিভার অপরাজিত ১৪৮ রান করেও হার বাঁচাতে পারেননি ইংল্যান্ডের, ৪৩.৪ ওভারে তারা অলআউট হয় ২৮৫ রানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও