ইউক্রেনে বাড়ছে মানবিক সহায়তার চাহিদা, খাদ্য সরবরাহে সংকট
ইউক্রেনে যুদ্ধ বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন এলাকায়। জাতিসংঘের সংস্থাগুলো বলছে—ইউক্রেনে মানবিক সহায়তার চাহিদা ক্রমেই বাড়ছে। আর, এ চাহিদা ছড়িয়ে পড়ছে ইউক্রেনজুড়ে। খবর ভয়েস অব আমেরিকার।
জাতিসংঘের প্রতিষ্ঠান বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, ইউক্রেনে খাদ্য সরবরাহ হ্রাস পেয়েছে। খাবার জোগাড় করাও কষ্টকর হয়ে পড়ছে।
ডব্লিউএফপি জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে আক্রমণ করার পরে, নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও, ডব্লিউএফপি দেশটির ১০ লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পেরেছে।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লেভিভ শহরে অবস্থানরত ডব্লিউএফপি’র মুখপাত্র টমসন ফিরি বলেন, উত্তপ্ত নিরাপত্তা পরিস্থিতির মধ্যে দ্রুত অবস্থান বদল করছে মানুষ। এমন পরিস্থিতিতে, দেশটিতে ক্ষয়ক্ষতির মাত্রা নির্ণয় করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।