You have reached your daily news limit

Please log in to continue


করোনার ঊর্ধ্বগতি সামলাতে হিমশিম খাচ্ছে সাংহাই

চীনের বৃহত্তম শহর ও প্রধান বাণিজ্য কেন্দ্র সাংহাইয়ে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে সেখানে মহামারির আরেকটা ঢেউ আঘাত করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সর্বশেষ ঢেউয়ের প্রাদুর্ভাব শুরুর পর করোনায় নতুন কারো মৃত্যুর ঘোষণা দেয়নি সাংহাই কর্তৃপক্ষ।

সাধারণ হাসপাতালগুলোয় বাড়ছে করোনা রোগীর ভিড়, বয়স্ক সেবা কেন্দ্রের অবস্থা আরো বেহাল, সেই সঙ্গে আরেক সংকট দেখা দিয়েছে কর্তৃপক্ষের এক সিদ্ধান্তে। করোনায় আক্রান্ত শিশুদের মা-বাবার কাছ থেকে আলাদা করে অন্য হাসপাতালে রাখছে কর্তৃপক্ষ।

বয়স্ক সেবা কেন্দ্রগুলোর পরিস্থিতি তুলে ধরতে গিয়ে দংহাই এলডারলি কেয়ার হাসপাতালের চিত্র তুলে ধরে বিবিসি। সাংহাই শহরের পুদং এলাকার ওই হাসপাতালে কর্মরত কয়েকজনের সঙ্গে কথা বলেছে সংবাদমাধ্যমটি। হাসপাতালকর্মীরা বলছেন, পরিস্থিতি শোচনীয় এবং বয়স্ক রোগীদের বাঁচাতে তাঁরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। ওই রোগীদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে কভিডেই তাদের মৃত্যু হয়েছে কি না, তা কর্মীরা নিশ্চিত করে বলতে পারছেন না।
 
একজন নার্স বলেন, তিন সপ্তাহ আগে এই হাসপাতালে করোনা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। সংক্রমণ ঠেকাতে নগর কর্তৃপক্ষের বিশেষজ্ঞদল চেষ্টা করে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন