কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাস্টমার সার্ভিস নম্বর ক্লোন করে গ্রাহকদের ৫৫ লাখ টাকা সরিয়েছেন তাঁরা

প্রথম আলো ডিবি অফিস প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ২৩:০০

সংঘবদ্ধ ডিজিটাল জালিয়াত চক্রের সদস্যরা লংকাবাংলা ফাইন্যান্সের ৯০ জন গ্রাহকের ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের সদস্যরা প্রথমে লংকাবাংলার কাস্টমার কেয়ারের নম্বর ক্লোন করে কর্মকর্তার পরিচয় দিয়ে গ্রাহককে বলেন, তাঁর ক্রেডিট কার্ডটি ব্লকড হয়ে গেছে। ক্রেডিট কার্ড সচল করতে মুঠোফোনে খুদে বার্তা কিংবা ই–মেইলে পিন নম্বর যাবে। সেই পিন নম্বর তাদের জানাতে হবে। এ সময় চক্রটি আস্থা অর্জনের জন্য কার্ডধারীদের নাম ও লেনদেনের কিছু সঠিক তথ্যও দিত। এভাবে ফাঁদে ফেলে গ্রাহকের পিন নম্বর জেনে নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।


লংকাবাংলা ফাইন্যান্সের পক্ষ থেকে প্রতারক চক্রের ১৩টি মুঠোফোন নম্বর শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাজধানীর বনানী থানায় গত ২১ মার্চ মামলা করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে।


মামলার কাগজপত্র এবং তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চক্রের সদস্যরা প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে মুঠোফোনে আর্থিক সেবাদানকারী দুটি প্রতিষ্ঠানে থাকা তাদের অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও