কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা, রূপের তোমার নেইকো শেষ: সুস্থতা

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ১৯:১৮

করোনা ম্রিয়মাণ হলে কী হবে, নব নব রূপে দিচ্ছে জানান। ডেলটা ক্রন। অমিক্রন নিও কভ। আরও কত। এরপর এল আরেক নতুন রূপ এক্সই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানাল, এটি হলো অন্যগুলোর চেয়ে ১০ শতাংশ বেশি সংক্রামক।


কোত্থেকে এর আগমন?


ডব্লিউএইচওর বিশেষজ্ঞদের ধারণা, অমিক্রন রূপের বিএ–১ আর বিএ–২ উপজাতির সংমিশ্রণে মিউটেশন হলো এই এক্সই।


আরও পেছনে গেলে দেখা যায়, গত জানুয়ারি মাসে ব্রিটেনে হয়েছে এর আবির্ভাব। এ পর্যন্ত এমন ৬০০ সংক্রমণের খবর এসেছে। এগুলোর মারণক্ষমতা এত না হলেও সংক্রমণক্ষমতা বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও