লেখায় ‘বিব্রতকর ভুল’ শোধরাবে নতুন সংস্করণের ‘এজ’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ১৭:৪৭

ওয়েব ব্রাউজার ‘মাইক্রোসফট এজ’-এর নতুন একটি সংস্করণ এসেছে, যেখানে লেখালেখিতে বিব্রতকর বানান ও ব্যাকরণগত ভুল শোধরাবে ব্রাউজারটির ‘এডিটর’ নামের ফিচারটি।


‘মাইক্রোসফট এডিটর’ নামের ফিচারটি এত দিন ‘গ্রামারলি’র প্রতিদ্বন্দ্বী ছিল। ফিচারটিতে একটি ব্রাউজার এক্সটেনশনের সাহায্যে স্বাভাবিকভাবেই প্রবেশ করা যেত। তবে ফিচারটি এখন সরাসরি এজের সঙ্গে একীভূত করেছে প্রতিষ্ঠানটি।


লেখালেখির অন্যান্য সফটওয়্যারের মতোই, ব্যবহারকারীকে ব্যাকরণ, বিরাম চিহ্ন সংশোধন এবং লেখায় ‘পরামর্শ’ সুবিধা দেবে এডিটর।


‘মাইক্রোসফট এজ’ ব্রাউজারে ২০টির বেশি ভাষায় পাওয়া যাবে ফিচারটি। তবে ফিচারটির ‘রাইটিং টুল’ শুধু ব্রাউজারে ব্যবহৃত মূল ভাষার উপর প্রতিক্রিয়া জানাবে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও