প্রায় ৪ বছর পর নারায়ণী রানীর দেখা তার বৃদ্ধ বাবার সঙ্গে। কাঁটাতারের ওপারে থাকা বাবাকে দেখেই ভেঙে পড়েন কান্নায়। লালমনিরহাট সীমান্তে হরহামেশা দেখা মেলে এমন ঘটনার।
নারায়ণী রানীর মতো হাজারো মানুষ প্রতিবছর চৈত্র মাসে জড়ো হন লালমনিরহাটের বাংলাদেশ-ভারত সীমান্তে। সীমান্তের মিলনমেলা হলেও স্থানীদের কাছে এটি পরিচিত 'কান্নাকাটির মেলা' নামে।