ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের কমিটি নিয়ে নিজের অবস্থান জানালেন এমপি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক চলছে। ২৬ মার্চ মোহাম্মদ আবু সাঈদকে আহ্বায়ক করে ৫১ সদস্যের কমিটি অনুমোদন দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। এদিন থেকেই অছাত্র-বয়স্কদের দিয়ে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করার অভিযোগ ওঠে। এনিয়ে চলে বিতর্কের ঝড়।
এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে স্থানীয় সংসদ সদস্যের ফেসবুক স্ট্যাটাস। শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল নবগঠিত নবীনগর উপজেলা ছাত্রলীগের কমিটির সঙ্গে তার সম্পর্ক নেই বলে ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন। ফেসবুক স্ট্যাটাসটি ইতোমধ্যে জেলা ও উপজেলায় ছড়িয়ে পড়েছে।
এবাদুল করিম বুলবুল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন- ‘প্রসঙ্গঃ নবীনগর উপজেলা ছাত্রলীগের নবঘোষিত আহ্বায়ক কমিটি ও আমার বক্তব্য
ছাত্রলীগের নবঘোষিত কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই- মো. এবাদুল করিম বুলবুল, এমপি।