এএফসি কাপে নিশ্চিত নন কৃষ্ণ
আসন্ন এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচে রয় কৃষ্ণকে দলে রাখবেন কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। শুক্রবার সকালেই কলকাতায় এসেছেন এটিকে-মোহনবাগানের স্পেনীয় কোচ। বিকেলে প্রবীর দাস, কিয়ান নাসিরিদের নিয়ে যুবভারতী সংলগ্ন অনুশীলন মাঠে এএফসি কাপের মহড়া শুরু করে দিলেন জুয়ান।
উল্লেখ্য, এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচ যুবভারতীতেই খেলবে এটিকে-মোহনবাগান। ১২ এপ্রিল প্রথম ম্যাচ হুগো বুমোসদের। তবে সেই ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কারা, তা জানা যাবে ৫ এপ্রিল নেপালের মাচিন্দা এফসি বনাম শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি-র ম্যাচের পরে। কারণ এই ম্যাচের বিজয়ীর সঙ্গেই খেলবে ফেরান্দোর দল। সেই ম্যাচ জিতলে ফের ম্যাচ ১৯ এপ্রিল।
এফসি কাপে চার বিদেশি খেলানো যাবে। যার মধ্যে এশীয় কোটার বিদেশি রাখা বাধ্যতামূলক। সেই অঙ্কে ডেভিড উইলিয়ামস থাকবেন। বাকি বিদেশিদের মধ্যে হুগো বুমোস, তিরিও নেমে পড়েছেন অনুশীলনে। বাকি তিন বিদেশি জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, রয় কৃষ্ণের মধ্যে কাকে রাখবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি ফেরান্দো।
- ট্যাগ:
- খেলা
- বাছাই পর্ব
- এএফসি কাপ