![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2022/04/02/image-536936-1648850259.jpg)
হাসান আরিফ আর নেই
সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দেশবরেণ্য বাচিকশিল্পী হাসান আরিফ।
রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
তিনি ভাইবোনসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। শোক জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে করোনা আক্রান্ত হন হাসান আরিফ। এরপর কিডনি, ফুসফুসসহ নানা জটিল রোগে আক্রান্ত হন তিনি। অবস্থার অবনতি ঘটার পর তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবার তাকে কেবিনে নেওয়া হয়।
সেই ডিসেম্বর থেকেই শারীরিক অবস্থার উন্নতি আর অবনতির লুকোচুরির মধ্যে ছিলেন। কখনো আইসিইউ আবার কখনো বেডে নেওয়া হয়েছিল তাকে। তার সুস্থতা ও ফিরে আসার অপেক্ষায় ছিলেন স্বজন ও গুণগ্রাহীরা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাড়ি জমালেন লোকান্তরে।
- ট্যাগ:
- বিনোদন
- না ফেরার দেশে
- হাসান আরিফ