বিশেষ সম্মাননা পেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২৫ শিল্পী

বার্তা২৪ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ১৫:১৮

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ব্যাপক তাৎপর্যপূর্ণ। এ বেতার কেন্দ্র থেকে প্রচারিত যুদ্ধসংবাদ, সংগীত, কবিতা, কথিকা এবং নাটক মুক্তিযোদ্ধাদের সাহস ও প্রেরণা জুগিয়েছে। জনমানুষকে প্রতিরোধের মন্ত্রে একতাবদ্ধ করতে এবং বিশ্ব জনমত গড়তে অবিনশ্বর অবদান রেখেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকেরা।


এবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২৫ জন শব্দ সৈনিককে সংবর্ধনা দিলো বাংলাদেশ টেলিভিশন। গত ৩১ মার্চ বিটিভির ঢাকা কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শব্দ সৈনিকদের পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক মোঃ সোহরাব হোসেন, ঢাকা কেন্দ্রের জিএম নাসির মাহমুদ, পরিচালক (প্রশাসন) মোঃ জহিরুল ইসলাম মিয়া, পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা ) জগদীশ এষসহ আরো অনেকে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও