রাজধানী ও এর আশপাশ এলাকায় ডায়রিয়া উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) তথ্য অনুযায়ী, সেখানে প্রতিদিন এক হাজারের বেশি রোগী ভর্তি হচ্ছে। ১২ দিনে ১৩ হাজার ৪৮৩ জন। এসব ডায়রিয়া রোগী রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, শনির আখড়া, মোহাম্মদপুর, টঙ্গী ও উত্তরা থেকে আসছে বলে জানা যায়। তবে কেবল আইসিডিডিআরবি নয়, অন্য সরকারি-বেসরকারি হাসপাতালেও কমবেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। বাসায় থেকেও অনেকে চিকিৎসা নিচ্ছে।