You have reached your daily news limit

Please log in to continue


Money Mafia: ‘মানি মাফিয়া’র খোঁজে চিরঞ্জিৎ, একসঙ্গে চার ভাষায় মুক্তি পাবে বাংলা ছবি!

হর্ষদ মেহতার নাম কে না জানে! তাঁর উত্থান, শেয়ার বাজারে তাঁর আধিপত্য, আর্থিক কেলেঙ্কারি নিয়ে বলিউড একটি ছবি বানিয়ে ফেলেছে। কুকি গুলাটির ‘দ্য বিগ বুল’। কলঙ্কিত নায়কের ভূমিকায় ছিলেন অভিষেক বচ্চন। বাংলাতেও বড় মাপের আর্থিক কেলেঙ্কারি ঘটেছে নাকি কখনও? বিষয়টি নিয়ে কথা হচ্ছিল পরিচালক সত্যজিৎ দাসের সঙ্গে।

তখনই পরিচালক কথা প্রসঙ্গে জানান, হর্ষদ মেহতার ডান হাত একটা সময়ে রাজত্ব করে গিয়েছেন শহর কলকাতার বুকে। নাম কেতন পারেখ। এই শহরেই ২০০৮ সালে তাঁর ১২০ কোটি টাকার কেলেঙ্কারির কথা এক সময় ফলাও করে উঠে এসেছিল সংবাদপত্রের পাতায়। তার পরে ধামাচাপা পড়ে গিয়েছে।

সম্প্রতি, সেই কেলেঙ্কারির উপর থেকে নাকি ফের পর্দা উঠতে চলেছে। এ বার চিরঞ্জিৎ চক্রবর্তীর কাঁধে পুরো দায়িত্ব। তিনিই প্রকাশ্যে আনবেন অপরাধীকে। ঘটনা সত্যি? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল অভিনেতা-বিধায়কের সঙ্গে। চিরঞ্জিৎ এই মুহূর্তে আমেরিকায়, মেয়ের কাছে। এর পর দিদির সঙ্গে দেখা করতে যাবেন। প্রশ্ন শুনেই অট্টাহাসি। তার পরেই দাবি, ‘‘হ্যাঁ, চমকে ওঠার মতোই খবর বটে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন