![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F2f086ff6-b12a-45d4-aac6-125abfaf24ea%252FSri_Lanka.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
বিদ্যুতের অভাবে শ্রীলঙ্কায় নিভল সড়কবাতি, পরিবহনসংকটে বাসায় অফিসের কাজ
বিদ্যুতের অভাবে সব সড়কবাতি নিভিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা। আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার এক মন্ত্রী এ কথা জানিয়েছেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে দেশটি। বিদ্যুৎ–সংকটে পড়ে দেশটির প্রধান শেয়ারবাজারে লেনদেনও বন্ধ হয়ে গেছে। খবর এএফপি ও এনডিটিভির
শ্রীলঙ্কার বিদ্যুৎমন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি বলেছেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে ইতিমধ্যে কর্মকর্তাদের দেশের রাস্তার সব আলো বন্ধ করার নির্দেশ দিয়েছি।’