![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Feb/03/1643893474091.jpg&path=/uploads/news/2022/Mar/31/1648738228714.jpg&width=600&height=315&top=271)
নারায়ণগঞ্জের যেসব এলাকায় শুক্রবার গ্যাস থাকবে না
বার্তা২৪
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ২০:৫০
সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, কাচপুর, ফতুল্লা, গোদনাইল ও নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ এলাকায় শুক্রবার (১ এপ্রিল) সকাল থেকে টানা ২৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জানিয়েছে, পাইপলাইন মেরামতের জন্য শুক্রবার সকাল ৮টা হতে শনিবার (২ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ২৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হচ্ছে- গোদনাইল, হাজিগঞ্জ, ওয়াবদাপুল, ফতুল্লা, পঞ্চবটি, মাইজদাইর, চাষাঢ়া, কুতুবাইল, ধর্মগঞ্জ তক্কার মাঠ, পাগলা, কুতুবপুর ইউনিয়ন, ঢাকা ম্যাচ, মুক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, ধর্মগঞ্জ, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, কাচপুর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ এলাকা।