সাকিবের কাছে টাকা বা জমি ফেরত চান কৃষকেরা
চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ার পর আরও দুই বছর পেরিয়ে গেলেও চুক্তিপত্রের টাকা ও জমি কোনোটিই ফেরত পাচ্ছেন না সাতক্ষীরার শ্যামনগরের কৃষকেরা। সেখানে প্রায় ৫০ বিঘা জমির ওপর জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান গড়েছিলেন কাঁকড়া খামার। নাম দিয়েছিলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম। অবশেষে ১৬ জন জমির মালিক টাকা ও জমি ফেরত পেতে দাঁড়ালেন মানববন্ধনে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে শ্যামনগর উপজেলার উপকূলীয় দাতিনাখালী এলাকায় সাকিব আল হাসান এগ্রো ফার্মের সামনে এ মানববন্ধন করেন জমির মালিকেরা।
মানববন্ধনে জমির মালিকেরা বলেন, ২০১৬ সালে ১২ হাজার টাকা বার্ষিক চুক্তিপত্র করে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সগীর হোসেন পাভেল ও ব্যবসায়ী এমদাদ হোসেন মিলে তাদের কাছ থেকে জমি নিয়ে কাকড়া খামার গড়ে তোলেন। চুক্তিপত্রের মাধ্যমে সাকিব আল হাসান জমি লিজ নেন। চুক্তিপত্রের মেয়াদ ছিল ২০২০ সাল পর্যন্ত। সেই চুক্তিপত্রের মেয়াদ দুই বছর আগে শেষ হলেও পরবর্তী সময়ের জন্য জমির মালিকদের চুক্তিপত্র অনুযায়ী টাকা দেওয়া হয়নি। সেইসঙ্গে জমিও ফেরত দিচ্ছে না প্রতিষ্ঠানটি।