ক্যালেন্ডারের পাতা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১৯:৫১
বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার ছুড়ে ফেলে দেওয়ার কোনো মানে নেই। পুরোনো ক্যালেন্ডারের পাতা দিয়ে অনেক কিছু বানিয়ে ফেলা যায়। তবে তার জন্য প্রয়োজন কিছু কৌশল।
বই-খাতার মলাট: ক্যালেন্ডারের পাতা দিয়ে সহজে বই ও খাতার মলাট করে নিতে পারেন। এ ছাড়া পুরোনো বইয়ের মলাট নষ্ট হয়ে গেলে সেগুলো ক্যালেন্ডারের মোটা পাতা দিয়ে মুড়ে নিতে পারেন।
খাম: পুরোনো ক্যালেন্ডারের পাতা দিয়ে খাম তৈরি করা যায়। আসছে নববর্ষ বা ঈদে নিজ হাতে বানানো খামে চিঠি ভরে পাঠিয়ে দিতে পারেন কোনো বন্ধুকে। খাম বানানোর কিছু সহজ টিউটোরিয়াল ইউটিউবে আছে। সেগুলো দেখেও বানিয়ে ফেলতে পারেন।