তেল-গ্যাস অনুসন্ধান কাজে পেট্রোবাংলাকে শুল্ক-ভ্যাট ছাড়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১৫:৪১

তেল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও উৎপাদন কার্যক্রম পরিচালনায় যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও পণ্য আমদানিতে পেট্রোবাংলার আওতাধীন সব প্রতিষ্ঠানকে শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড় দেওয়া হয়েছে। 


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) প্রতিষ্ঠানটি জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। 


এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এ প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে বাংলাদেশে খনিজ তৈল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও উৎপাদন কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন প্রতিষ্ঠান বিজিএফসিএল, এসজিএফএল ও বাপেক্স এবং পেট্রোবাংলার সহিত সম্পাদিত উৎপাদন বণ্টন চুক্তির আওতায় বাংলাদেশে খনিজ তেল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও উৎপাদন কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও পণ্য সাময়িকভাবে আমদানিতে তাদের ওপর আরোপণীয় সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও