ফাইভ জির তরঙ্গ নিলামে ৪ অপারেটর

বিডি নিউজ ২৪ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১২:৪৯

মোবাইল ফোনের ‘ফাইভ জি’ নেটওয়ার্কের তরঙ্গ বরাদ্দের জন্য নিলাম শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।


বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি চালুর জন্য রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এ নিলামে দর কষাকষিতে অংশ নিচ্ছে চারটি মোবাইল অপারেটর।


বিটিআরসির স্পেক্ট্রাম বিভাগের কমিশনার ও নিলাম পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ নিলামের আনুষ্ঠানিকতা শুরু করেন।


ডাক ও টেলিযোগাযাগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ অপারেটর কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তারা উপস্থিত রয়েছেন নিলাম অনুষ্ঠানে।


নিলামে অংশগ্রহণকারী চার কোম্পানিকে বসানো হয়েছে চারটি টেবিলে। এর মধ্যে ১ নম্বর টেবিলে বাংলালিংক, ২ নম্বর টেবিলে রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটক, ৩ নম্বর টেবিলে রবি এবং ৪ নম্বর টেবিলে রয়েছে গ্রামীণফোন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও