কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ-মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি

জাগো নিউজ ২৪ কুয়ালালামপুর প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১২:৪৪

বাংলাদেশ-মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। আগামীতে এ সম্পর্ককে আরও বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় মালয়েশিয়া।


বুধবার (৩০ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের জেডব্লিউ মেরিয়ট হোটেলের হলরুমে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করা হয়েছে। উভয় দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা ও বাংলাদেশি শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মালয়েশিয়ার সিনিয়র মিনিস্টার (ওয়ার্কস) দাতুক সেরী ফাদিল্লাহ ইউসুফ বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার বন্ধুরাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। উভয় দেশের চলমান ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে। উভয় দেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কাজ করতে পারে। মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও